ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডোমারে বোড়াগাড়ী ইউনিয়নের বাজেট ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মে ২৭, ২০১৭
ডোমারে বোড়াগাড়ী ইউনিয়নের বাজেট ঘোষণা ডোমারে বোড়াগাড়ী ইউনিয়নের বাজেট ঘোষণা

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ২০১৭-২০১৮ অর্থ বছরের ২ কোটি ৭০ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুরে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) হলরুমে পরিষদের সচিব হামিদুর রহমান এ বাজেট ঘোষণা করেন।

২০১৭-২০১৮ অর্থ বছরে ১২ লাখ ৩৮ হাজার ৮৫০ টাকা নিজস্ব খাত ও ২ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৬৮২ টাকা উন্নয়ন খাতসহ মোট ২ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ৫৩২ টাকায় ওই ইউপির উন্নয়ন কাজ হবে বলে জানানো হয়।

বোড়াগাড়ী ইউপির চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান দুলাল ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনছুর আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।