ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জয়পুরহাটে ভাদসা ইউনিয়নের বাজেট ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মে ২৭, ২০১৭
জয়পুরহাটে ভাদসা ইউনিয়নের বাজেট ঘোষণা জয়পুরহাটে ভাদসা ইউনিয়নের বাজেট ঘোষণা

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার তিন নম্বর ভাদসা ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ১ কোটি ৭৬ লাখ ৫ হাজার ৪৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুরে ভাদসা ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন এ বাজেট ঘোষণা করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু ও ভাদসা ইউপি সদস্য ইউনুস মাস্টার।

ভাদসা ইউপির চেয়ারম্যান সরোয়ার হোসেন বলেন, ইউপি ট্যাক্স, বিভিন্ন হাট-বাজার ইজারা, যানবাহন, নিবন্ধন, জন্ম নিবন্ধন, অনুদান ও সরকারি সাহায্য থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৩২ হাজার ৪৪১ টাকা।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মে ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।