মঙ্গলবার (৩০ মে) বিকেলে কামারপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে এ বাজেট ঘোষণা করা হয়।
কামারপুকুর ইউপির চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমানের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
বাজেটে উন্নয়ন ও রাজস্ব খাতে ৩ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৫৩০ টাকার বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো. আহসান হাবিব। যার মধ্যে ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ৫৯০ টাকা। আয় ও ব্যয় সামঞ্জস্য করে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮৭ হাজার ৯৩৫ টাকা। এবারের বাজেটে সর্বোচ্চ স্থান পেয়েছে দারিদ্র হ্রাসকরণ, যোগাযোগ ও উন্নয়নখাত।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ৩০, ২০১৭
আরবি/