ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের বাজেট ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ৩০, ২০১৭
আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের বাজেট ঘোষণা আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের বাজেট ঘোষণা

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) হল রুমে এ বাজেট ঘোষণা করা হয়।

মহিষখোচা ইউপির চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আজহারুল ইসলাম আতিক।

শিক্ষা, দারিদ্র বিমোচন, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে প্রাধান্য দিয়ে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ১ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৭৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহিষখোচা ইউপিরর প্যানেল চেয়ারম্যান মজমুল হক, মহিষখোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক খোকন, ইউপি সদস্য ফারুক মিয়া, আব্দুল মান্নান ও আজাহার আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।