বৃহস্পতিবার (০১ জুন) দুপুর দেড়টায় অর্থমন্ত্রী ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেন।
এর আগে, সকাল ১০টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরের এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত বাজেটে বেশকিছু পণ্য ও সেবা আমদানিতে শুল্ক (সিডি), সম্পূরক শুল্ক (এসডি) বাড়ানো হয়েছে। এ কারণে যেসব পণ্যের দাম বাড়তে পারে- গুড়া দুধ, মিষ্টি বিস্কুট, পাস্তা, ওয়েফার, পটেটো চিপস, হাত-নখ-পায়ের প্রসাধন সামগ্রী, সিলিং ফ্যান, দেয়াল ফ্যান, আইসক্রিম, রঙিন টেলিভিশন, টেলিভিশনের পার্টস, সিমকার্ড, আমদানি করা শুটকি মাছ, আপেল, আঙুর, জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি, চকলেট, জ্যাম, জেলি, ফলের রস, শিশুখাদ্য, বিট লবন, সিমেন্ট, সালফিউরিক অ্যাসিড, টুথপেস্ট, ডিটারজেন্ট, দিয়াশলাই, মশার কয়েল, অ্যারোসল, চামড়া ও কাপড়ের তৈরি ব্যাগ, স্যুটকেস, শপিং ব্যাগ, হাতব্যাগ, সকল প্রকার পশমি কম্বল, ফেব্রিক্স, আসবাবপত্র, কাচের আয়না ও তৈজসপত্র, হীরা, জুয়েলারি, ইমিটেশনের গহনা, শেভিং সামগ্রী, ফ্রুট ড্রিংক, বার্গার স্যান্ডইউচ, চিকেন ফ্রাই, হট ডগ, পিৎজা, এনার্জি ড্রিংক, তামাকযুক্ত সিগারেট, বিড়ি, জর্দ্দা, গুল, প্রাকৃতিক গ্যাস,পেইন্টস,সিরামিকের সামগ্রী, এনার্জি সেভিং ল্যাম্প, ফ্রিজ, রেফ্রিজারেটর,স্যনিটারি ওয়্যার,পেপারবোর্ড, ব্লেড, পুরুষ মহিলা ও শিশুদের সকল ধরনের তৈরি পোষাক, অন্তবাস ও সমজাতীয় পন্য, কার্পেট ও অন্যান্য টেক্সটাইল ফ্লোর আচ্ছাদন, প্লাস্টিকের তৈরি দরজা-জানালা, বাথটাব শাওয়ার বাথ, পিভিসি শীট, সাবান, গ্যাস তেল, জ্বালানি তেল, আংশিক পরিশোধিত পেট্রোলিয়াম, টিউব, পাইপ, প্লাস্টিকের প্লেট ও শীট, প্লাস্টিকের তৈরি বাক্স, ক্রেইট, কেস, ট্রাংক।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ০১, ২০১৭
ইএস/বিএস