ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেটকে ব্যবসাবান্ধব বলছে ডিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুন ১, ২০১৭
বাজেটকে ব্যবসাবান্ধব বলছে ডিসিসিআই বক্তব্য রাখছেন ডিসিসিআই সভাপতি আবুল কাশেম খান। ছবি: বাংলানিউজ

ঢাকা: নতুন ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসাবান্ধব অভিহিত করে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (ডিসিসিআই) বলেছে, এ বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাজেট পেশের প্রেক্ষিতে ডিসিসিআই মিলনায়তনে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় তারা এ কথা বলে।

সেখানে ডিসিসিআই সভাপতি আবুল কাশেম খান বলেন, অবকাঠামো খাতে আমরা বরাবরই ৫ অথবা  ৬ শতাংশ বরাদ্দের কথা বলে আসছি।

কিন্তু ৩ দশমিক ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দ ক্রমান্বয়ে বাড়বে বলে আমরা আশা রাখি।

তিনি আরও বলেন, অবকাঠামো খাতে এবারের বাজেটে যে বিনিয়োগ প্রস্তাব করা হয়েছে, তা ব্যবসাবান্ধব। এ খাতে যত বরাদ্দ বাড়বে প্রাইভেট খাতে তত বিনিয়োগ হবে। চীন-ভিয়েতনামের মত দেশগুলো অবকাঠামো খাতে বরাদ্দ বৃদ্ধি করায় তাদের বিদেশি বিনিয়োগ বহুগুণে বেড়েছে।  এমনকি লভ্যাংশ বা ডিভিডেন্ডও বেড়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।