ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা বলছেন, এ বাজেট একইসঙ্গে জনকল্যাণমুখী। প্রস্তাবিত এ বাজেটে দেশীয় শিল্প সুরক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা বলেন, অবকাঠামো উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। বিনিয়োগ ও ব্যবসা বৃদ্ধির জন্য এ বাজেট ইতিবাচক। এতে দীর্ঘ মেয়াদে ইতিবাচক সুফল মিলবে।
এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশ কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের পথে আরো একধাপ এগিয়ে যাবে।
শুক্রবার (০২ জুন) দুপুরে বাংলানিউজের সঙ্গে ফোনে এ কথা বলেন ময়মনসিংহ চেম্বার নেতারা।
‘চলতি অর্থবছরের ঘোষিত বাজেট অবশ্যই ব্যবসাবান্ধব’ এমনটি উল্লেখ করে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক আমিনুল হক শামীম বলেন, বাজেটে অবকাঠামোগত, শিক্ষা ও প্রযুক্তি খাতকে গুরুত্ব দেওয়া হযেছে, এটি নিঃসন্দেহে ইতিবাচক।
উন্নয়ন সহায়ক এ বাজেট নিত্য প্রয়োজনীয় পণ্য, জীবন রক্ষাকারী ওষুধসহ অনেক পণ্যই মুসকের আওতার বাইরে রাখা হয়েছে। জাতীয় স্বার্থে সামগ্রিকভাবে প্রবৃদ্ধি, শিল্প ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।
টানা তিনবার রেকর্ড ভোটে এফবিসিসিআই’র পরিচালক পদে নির্বাচিত হওয়া দেশের অন্যতম এ শীর্ষ ব্যবসায়ী বলেন, প্রস্তাবিত বাজেটে কৃষি, শিক্ষা ও অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাস্তবসম্মত ও সময়োপযোগী এ বাজেট সার্বিক অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।
এ বাজেটকে যুগান্তকারী আখ্যা দিয়ে ময়মনসিংহ পৌরসভার মেয়র ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ইকরামুল হক টিটু বলেন, এ বাজেট দেশের আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করবে।
কৃষি, অবকাঠামো ও শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়ায় দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
একইসঙ্গে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের উপকৃত হওয়ার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এফবিসিসিআই’র ইতিহাসে পরিচালকদের মধ্যে সর্বকনিষ্ঠ সামিউল হক সাফা। ময়মনসিংহ চেম্বারের এ প্রতিনিধি এবার প্রথমবারের মতো এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হয়েছেন।
এবারের বাজেটকে শিল্পবান্ধব উল্লেখ করে বাংলানিউজকে তিনি বলেন, শিল্পের উন্নয়ন ও নতুন নতুন শিল্প সৃষ্টিতে উৎসাহ প্রদানসহ সামগ্রিক অর্থনীতি গড়ার ক্ষেত্রে এ বাজেট অবদান রাখবে। যুগোপযোগী এ বাজেট উন্নয়নের জন্য ইতিবাচক।
ময়মনসিংহ মহানগর যুবলীগের আহ্বায়ক ও চেম্বার নেতা মোহাম্মদ শাহীনুর রহমান বলেন, গণমুখী ও উন্নয়নমূলক বাজেট উপস্থাপন হয়েছে। এ বাজেটে শিক্ষা ও শিল্প খাতকে অগ্রাধিকার দেওয়ায় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জুন ০২, ২০১৭
এমএএএম/জেডএস