শনিবার (০৩ জুন) রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে নয়টি সংগঠনের বাজেট পরবর্তী যৌথ সভায় এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এ আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, গ্রাহকরা মূলধন গঠন, বিনিয়োগ ও কর্মসংস্থান তথা সামগ্রিক কার্যক্রমের জন্য ব্যাংকে লেনদেন করে থাকে।
ব্যাংকিং সেক্টর থেকে আবগারি শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব জানায় এফবিসিসিআই।
তিনি আরো বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানোর ফলে একদিকে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে অপরদিকে শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে। তাই শিল্প খাতকে রক্ষায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করার আহ্বান জানাচ্ছি।
এসময় এফবিসিসিআই অন্তর্ভূক্ত নয়টি অ্যাসোসিয়েশন ও চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এএম/আরআইএস/বিএস