শনিবার (০৩ জুন) বিকেলে রাজশাহীতে ‘উত্তরাঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষয়ক সেমিনারে এ কথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।
মহানগরীর নানকিং দরবার হল রেস্তোরাঁয় এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।
আমিনুল ইসলাম আরও বলেন, এজন্য বিশ্বব্যাংকের সঙ্গে সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে। সারাবিশ্বে বিনিয়োগ পরিবেশের দিক থেকে ১শ' ৮৯টি দেশের মধ্যে বাংলাদেশ ১শ' ৭৬তম। এ সুযোগকে বর্তমান সরকার কাজে লাগাতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১০ সাল থেকে ২০১৭ সালের মধ্যে মানুষের গড় আয় দ্বিগুণ করা হয়েছে। আগামী দিনে তাই বিনিয়োগেও এমন দৃষ্টান্ত সৃষ্টি করা হবে বলে উল্লেখ করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান।
সেমিনারে বক্তারা বলেন, উত্তরাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি না হওয়ার দুর্বল দিক হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগের চার মাধ্যমের তিনটিই নেই উত্তরাঞ্চলে। শুধু সড়ক পথের যোগাযোগ দিয়ে উত্তরাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি করা যাবে না। বিনিয়োগ বৃদ্ধি করতে পণ্য আনা-নেওয়ার জন্য রেল, নৌ এবং আকাশপথের যোগাযোগও সৃষ্টি করতে হবে।
তারা বলেন, রাজশাহীর সঙ্গে ৬৪ জেলার রেলযোগাযোগ যতদিন স্থাপন সম্ভব না হবে, ততদিন উত্তরাঞ্চলেই বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।
তাছাড়া আব্দুলপুর-রাজশাহী ডুয়েল গেজ রেলপথ স্থাপন এবং বিভাগের সব জেলার সঙ্গে রেলযোগাযোগ স্থাপন করা না হলে বিনিয়োগ কোনোভাবেই বৃদ্ধি সম্ভব নয়। এছাড়া বিনিয়োগ বাড়াতে প্রয়োজন কার্গো উড়োজাহাজ। উত্তরাঞ্চলের ব্যবসায়ীদের এসব দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত।
বক্তারা অভিযোগ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুষম উন্নয়নের কথা চিন্তা করে উত্তরা গণভবন করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। এখন উত্তরাঞ্চলের প্রতি বৈষম্য করা হচ্ছে। সরকারের সু-দৃষ্টি না ফিরলে উত্তরাঞ্চলে বিনিয়োগ বাড়বে না। এতে দিন দিন এ অঞ্চলে বেকারের সংখ্যা বাড়বে। এর প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী জোনের পরিচালক তৌহিদুর রহমান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবদুল ওয়াদুদ। প্যানেল আলোচক ছিলেন বেসরকারি সংস্থা টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।
এছাড়া উন্মুক্ত আলোচনায় রাজশাহীর বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও নারী উদ্যোক্তারা অংশ নেন।
বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন-মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভুঁইয়া, জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, রাজশাহীর কর কমিশনার দবির উদ্দিন, কাস্টমস কমিশনার মোয়াজ্জেম হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেণী।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এসএস/আরআর/জেডএস