বসুন্ধরা সিটিতে কেনাকাটায় উপহার ১৮ লাখ টাকার কার-ছবি: আনোয়ার হোসেন রানা
ঢাকা: দেশের সবচেয়ে অভিজাত শপিং মল বসুন্ধরা সিটিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। বাহারি রঙ, সর্বোত্তম মান আর হালফিল ডিজাইনের পোশাক কিনে ক্রেতারা যেমন খুশি, তেমনি খুশি বিক্রেতারাও। শুধু তাই নয়, মাত্র ১ হাজার টাকার কেনাকাটা করলেই মিলবে উপহার। এক্ষেত্রে স্ক্র্যাচকার্ড ঘষে প্রথম পুরস্কার হিসেবে মিলতে পারে এমনকি একটি প্রাইভেট কার।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ঈদের কেনাকাটায় এরই মধ্যে ভিড় লেগে গেছে দেশসেরা এই শপিং মল-এ। আর কর্তৃপক্ষও দিয়েছে আকর্ষণীয় সুযোগ।
এক্ষেত্রে ১ হাজার টাকার যে কোনো পণ্য কিনলেই দেওয়া হবে একটি স্ক্র্যাচ কার্ড। যা ঘষলেই খুলে যেতে পারে ক্রেতার ভাগ্য। সর্বোচ্চ পুরস্কার হিসেবে মিলবে মিতস্যুবিসি’র Attrage প্রাইভেট কার। যার মূল্য ১৮ লাখ টাকা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার হিসেবে রয়েছে ইয়ামাহার ফেজার এফআই মডেলের মোটর সাইকেল। এরপর রয়েছে একই কোম্পানির ১২৫ সিসি’র আরেকটি বাইক। শপিং মল-এর বিভিন্ন ফ্যাশন হাউজের বিক্রেতারা বলছেন, এরইমধ্যে বিক্রিবাট্টা জমে উঠেছে। পনেরো রোজার দিকে ভিড় সামলানোই দায় হয়ে যাবে। এখানে ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পোশাক, ব্যাগ, জুতা, অলংকার, ঘড়িসহ প্রায় সব ধরনের ফ্যাশনেবল সামগ্রীই পাওয়া যাচ্ছে।
SMARTEX এর ক্যাশিয়ার সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, এবার সবচেয়ে বেশি চলছে পার্টি ড্রেস বা গ্রাউন। এটির দাম সাড়ে ৪ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা ধরা হয়েছে। এছাড়া শর্ট টিউনিক, লং টিউনিক, টপস, থ্রি পিস এসবও বেশ চলছে।
YELLOW ফ্যাশন হাউজটির সহকারী ম্যানেজার মো. বারাত জানান, প্রিমা কটনের লেডিস লনের কদরও এবার বেশ। দাম পড়ছে ৩ হাজার ৯শ ৯৫ টাকা থেকে ৫ হাজার ৪শ ৯৫ টাকা পর্যন্ত। এলফোর ফরমালের দাম ধরা হয়েছে ১০ হাজার ৯৯৫ টাকা। শার্ট বিক্রি হচ্ছে ১ হাজার ৫শ টাকা থেকে ২ হাজার ৬শ টাকায়। এছাড়া প্যান্ট পাওয়া যাচ্ছে ১ হাজার ৯শ ৯৫ টাকা থেকে ২ হাজার ৪৯৫ টাকায়।
আহমেদ আলী নামের এক ক্রেতা বাংলানিউজকে বলেন, বসুন্ধরা শপিং মলে এক ছাদের নিচেই পাওয়া যাচ্ছে প্রায় সবকিছুই। তাই এখানেই কিনতে আসা।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
ইইউডি/জেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।