আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেছেন, ‘এটি নতুন কিছু নয়। আগেও ছিলো, এখনও আছে।
মঙ্গলবার (০৬ জুন) রাজধানীর এনইসি-২ সম্মেলন কক্ষে ‘বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলো ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে অনলাইনভিত্তিক আন্তঃসংযোগ স্থাপনে তৈরি ‘ফরেন এইড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আবগারি শুল্ক কমানো হবে কি-না? এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘এ নিয়ে সংসদে আলোচনা হবে’।
বাজেট নিয়ে সমালোচনা করায় সিপিডিকে ‘উদ্ভট রাবিশ’ বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ০৬, ২০১৭
এমআইএস/এএসআর