ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুন ভ্যাট আইন ১ জুলাই বাস্তবায়ন সম্ভব নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জুন ৭, ২০১৭
নতুন ভ্যাট আইন ১ জুলাই বাস্তবায়ন সম্ভব নয় সংবাদ সম্মেলনে কথা বলছেন হেলাল উদ্দিন/ছবি: দীপু

ঢাকা: নতুন ভ্যাট আইন এখনই বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।

বুধবার (৭ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন বলেন, নতুন ভ্যাট আইন ২০১৯ সালে বাস্তবায়ন করা উচিত।

কেননা নতুন আইনে ভ্যাট আদায় পুরোটাই প্রযুক্তিনির্ভর। এছাড়া আইনটি বাস্তবায়নে ২ লাখ ইসিআর মেশিন প্রয়োজন। অথচ সরকারি-বেসরকারি কোনো সংস্থাই মেশিনটি আমদানি করেনি। ফলে ১ জুলাই থেকে আইনটি বাস্তবায়ন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ভ্যাট আইন বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়ার কথা। এ প্রশিক্ষণের জন্য মোটা অঙ্কের বরাদ্দও ছিল। অপরদিকে এনবিআর দাবি করছে আইনটি বাস্তবায়নে তারা ২ লাখ ব্যবসায়ীকে প্রশিক্ষণ দিয়েছে। কিন্তু বাস্তবে ২০০ ব্যবসায়ীকেও প্রশিক্ষণ দেয়নি এনবিআর। ফলে আইনটি বাস্তবায়ন নিয়ে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে।

বাংলাদেশে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ব্যবস্থা ১৯৯১ সালে প্রবর্তন করা হয়। আর ২০১২ সালের ২৭ নভেম্বর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ জাতীয় সংসদে গৃহীত হয়। এরপর থেকে পাস  হচ্ছে, হবে করে কেটে গেছে ৫টি বছর।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুন ৭, ২০১৭
এসজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।