বুধবার (৭ জুন) সন্ধ্যায় রাজধানীর আর্মি গল্ফ ক্লাব গার্ডেনে আয়োজিত ইফতার মাহফিলে এ দাবি জানায় সংগঠনটি।
এ সময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমরা সবার জন্য আবাসন নিশ্চিত করতে ৫ বছর ভ্যাট হলি ডে চাচ্ছি।
এই বাজেট আবাসন বান্ধব নয় জানিয়ে তিনি বলেন, আমরা যারা আবাসন খাতে ব্যবসা করছি তাদের জন্য সুখকর কিছু নেই। তাই এই বাজেট পাশ হওয়ার আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
রিহ্যাবের সভাপতি আলমগীর শামছুল আলামিন বলেন, সরকারকে জানিয়ে দিতে চাই ব্যবসায়ীদের নিয়ে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে।
রিহ্যাবের দাবি সমূহের মধ্যে রয়েছে আবাসন খাতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদী রি ফাইন্যান্সিং চালু এবং ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন, ফ্লাট ও প্লট রেজিস্ট্রেশন ফি ও কর সর্বমোট ৭ শতাংশ করা, অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ, সাপ্লায়ার ভ্যাট ও কর সংগ্রহের দায়িত্ব থেকে ৫ বছরের জন্য ডেভেলপারদের জন্য অব্যাহতি প্রদান ও সেকেন্ডারি বাজারের প্রচলন।
ইফতার মাহফিল থেকে আগামী ১৫ জুন জাতীয় প্রেসক্লাবে দাবি আদায়ের লক্ষে এক সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়া হয়।
ইফতার মাহফিলে রিহ্যাবের সভাপতি আলমগীর শামছুল আলামিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, পরিচালক কামাল মাহমুদ, কালচারাল কমিটির চেয়ারম্যান জহির আহমেদসহ রিহ্যাবের পরিচালকবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ৭ জুন, ২০১৭
এএম/আরআই