সম্প্রতি আইসোশ্যাল ও সিম্ফনি মোবাইল এর মধ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়।
আইসোশ্যাল এর ‘কল্যাণী’ নামক একটি নারী সংগঠন আছে যারা মূলত গ্রামের শিক্ষিত ও অর্ধশিক্ষিত নারীদেরকে স্বাবলম্বী করে তুলতে সহায়তা করে।
এ চুক্তির আওতায় কল্যাণীতে যেসব নারীরা কাজ করেন তারা সিম্ফনির ফোন গ্রামের সুবিধা বঞ্চিত নারীদের দোরগোরায় পৌঁছে দিবে এবং ভবিষ্যৎ এ সিম্ফনি মোবাইলকে আরও প্রত্যন্ত অঞ্চলের নারীদের হাতেও পৌঁছে দিতে কল্যাণী প্রতিশ্রুতিবদ্ধ এবং এসব বিক্রিত মোবাইলের বিক্রয়োত্তর সেবাও তারা নিশ্চিত করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিম্ফনি মোবাইলের সিনিয়র ডিরেক্টর, মাকসুদুর রহমান এবং আইসোশ্যাল এর সিইও ডক্টর অনন্য রায়হান।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিম্ফনি মোবাইলের ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল হক এবং হেড অব করপোরেট সেলস, জনাব শিহাব উদ্দীন চৌধুরী।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
বিএস