শুক্রবার (০৯ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।
সংগঠনটির যুগ্ম-সমন্বয়ক নাঈমুল আহসান জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তাব্য রাখেন- কামরুল আহসান, এম দেলোয়ার হোসেন, আহসান হাবীব, আব্দুল ওয়াহেদ, আলমগীর রিন, কাজী মোহাম্মদ আলী, বেবী পাঠান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর রোজার শুরুতে শ্রম মন্ত্রণালয় মালিকদের সঙ্গে বৈঠক করে সব পোশাক শিল্প শ্রমিকের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু মালিকরা ঈদের ছুটির আগ মুহূর্ত পর্যন্ত বেতন-বোনাস পরিশোধ না করেই শ্রমিকদের জিম্মি করে রাখে। আন্দোলনে গেলে তারা কিছু বকশিশ দেয়।
এভাবে প্রতিবছরই প্রতারণা করা হয়। কিন্তু এবার তা চলবে না। ২০ রোজার মধ্যেই শ্রমিকদের বেতন-বোনাসসহ অন্যান্য সব ভাতা পরিশোধ করতে হবে বলে বক্তারা জানান।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৭
ইইউডি/জিপি