শনিবার (১৭ জুন) দুপুরে রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল, বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকার ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে এ ধরনের হাক-ডাক শুনতে পাওয়া যায়।
বায়তুল মোকাররমের উত্তর গেটে ভ্যানে নিয়ে পাঞ্জাবি বিক্রি করছেন আব্দুল মান্নান।
এদিকে মতিঝিল সোনালী ব্যাংক ভবনের সামনে হাফ হাতা ও ফুল হাতা শার্ট বিক্রি করছেন সোলেমান। তিনিও হাক-ডাকছেন ‘দেইখা লন, বাইছা লন, একদাম একশ’।
বেচাবিক্রি কেমন জানতে চাইলে সোলেমান বাংলানিউজকে বলেন, বেচা খুব একটা ভালো না। সবাই দেখে দেখে যায় কেনার মানুষ কম। একশ টাকার শার্ট বিক্রি করি। অথচ অনেকে ৬০ টাকা ৫০ টাকা দাম দিতে চাই। ১শ’ টাকার শার্টে আর কতো টাকাই বা লাভ হয়?
ঈদের বাজার করতে আসা নাহিদ জানান, ঈদের জন্য কেনাকাটা আগেই কিছু করেছি। শান্তিনগর থেকে এখানে এসেছি পাঞ্জাবি কিনতে। এখান থেকে নিলে কম টাকায় কিনতে পারবো। তাই বায়তুল মোকাররম এলাকায় আসেছি।
বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এএম/জিপি