ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাটের হার জানতে ২৮ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, জুন ২০, ২০১৭
ভ্যাটের হার জানতে ২৮ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ছবি: বাংলানিউজ

ঢাকা: চূড়ান্ত ভ্যাটের হার জানার জন্য ২৮ জুন পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মঙ্গলবার (২০ জুন) সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) লভ্যাংশ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রতিষ্ঠানটি ২০১৬-১৭ অর্থ বছরের ৬৮ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে।

যার ৪৯ কোটি টাকা বোনাস শেয়ার ও ১৫ কোটি টাকা নগদ লভ্যাংশ।

অর্থমন্ত্রী বলেন, ভ্যাট নিয়ে ২৮ জুন কথা হবে। সে দিনই এর চূড়ান্ত হার জানা যাবে। আমি ও প্রধানমন্ত্রী সেদিন সংসদে বক্তৃতা করবো। সেদিন আমিও কিছু কাভার করবো, তিনিও কিছু কাভার করবেন।

আবগারি শুল্ক কামানোর বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ২০, ২০১৭
আরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।