মঙ্গলবার (২০ জুন) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগে ব্যবসায়ীদের নগদ অর্থ লেনদেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন এবং আমদানি-রফতানি কার্যক্রম চালু থাকবে।
একই সঙ্গে এফবিসিসিআই আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখতে চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং স্থলবন্দরগুলো বিশেষ ব্যবস্থায় ঈদের ছুটির মধ্যেও খোলা রাখার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে।
জানা যায়, ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত সরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু ঢাকাসহ বিভাগীয় শহর এবং জেলা শহরের শপিংমলে ব্যবসায়িক ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করছে। এসবের পাশাপাশি আমদানি-রফতানি কার্যক্রমের সুষ্ঠু ও নিরাপদ আর্থিক লেনদেনের স্বার্থে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহায়তা অত্যন্ত জরুরি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঈদ উপলক্ষে টানা বন্ধ থাকার কারণে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীরা ঝুঁকির সম্মুখীন হতে পারেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এমএফআই/জিপি