বুধবার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের ‘চাল আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন নির্ধারণ প্রসঙ্গে’ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি জারিকৃত বিআরপিডি সার্কুলার লেটার নম্বর-৩ এর নির্দেশনা অনুযায়ী লিগ্যাল অ্যান্ড হাইপোয়েশিয়নের বিপরীতে রিভলভিং সিসি/ওসি ঋণের ক্ষেত্রে স্থানীয় মিল মালিকসহ সব ধান/চাল ব্যবসায়ীদের গৃহীত অগ্রীম/ঋণ সর্বোচ্চ ৪৫ দিন অন্তর অন্তর আবশ্যিকভাবে পরিশোধ/সমন্বয় করার বাধ্যবাধকতা রয়েছে।
এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সাময়িক ব্যবস্থা হিসেবে এমন অগ্রীম/ঋণ সর্বোচ্চ ৩০ দিন অন্তর অন্তর আবশ্যিকভাবে পরিশোধ/ সমন্বয় করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এসই/ওএইচ/