সংগঠনের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, আমরা আইন প্রয়োগের বিরুদ্ধে নই। তবে আইন প্রয়োগের নামে হয়রানি চাই না।
তিনি আরও বলেন, রাজস্ব আদায়ে স্বচ্ছতার জন্য ওয়ার্কিং কমিটি গঠন করে প্রতি মাসে কেস টু কেস এর ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে। এতে একদিকে যেমন সরকার রাজস্ব পাবে, অন্যদিকে ব্যবসায়ীরা ব্যবসা-বান্ধব পরিবেশের মধ্য দিয়ে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারবে।
ব্যবসায়ীদের স্বার্থে মূসক (মূল্য সংযোজন কর) আইন স্থগিত করে আগের আইন বহাল রাখা, ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত, আবগারি শুল্কহার কমানোসহ এফবিসিসিআইয়ের প্রস্তাব গুরুত্বসহ বিবেচনা করায় প্রধানমন্ত্রীকে ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এএম/এএ