শনিবার (১ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান স্বাক্ষরিত চিঠিটি সব সচিব পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নজিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং উন্নয়ন কার্যক্রম চলমান রাখার প্রয়াসে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং অধীনস্থ দপ্তর/সংস্থাগুলোর কর্মকর্তারা নিরলসভাবে রাজস্ব সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
শুধু তাই নয়, বিগত ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থ বছর গুলোর মতো ২০১৬-১৭ অর্থ বছরেও জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারিত লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অর্জন করেছে। নতুন অর্থবছর অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছরে জাতীয় বাজেটে ৪ লাখ ২৬৬ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ডের জন্য ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফলে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের আওতাধীন সংস্থা বা প্রতিষ্ঠান সমূহে আগত করদাতাদের সেবার মান আরও বৃদ্ধি করলে রাজস্ব দিতে আরও উৎসাহী হবে।
আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে দারিদ্রমুক্ত, সুখি, সম্বৃদ্ধ, শিক্ষিত, উন্নত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় রাজস্ব আহরণে সম্মিলীত ও নিরলস প্রয়াসে সবার সহযোগিতায় রাজস্ব আহরণ আরও বৃদ্ধি পাবে বলে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এসজে/এসএইচ