ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেটে অর্থনীতির উন্নয়ন হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
বাজেটে অর্থনীতির উন্নয়ন হবে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ; ছবি- সুমন শেখ

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমি মনে করি আমরা এবার যে বাজেট জাতীয় সংসদে পাশ করেছি এটি একটি চমৎকার বাজেট। এই বাজেটের মধ্য দিয়ে আমাদের অর্থনীতির উন্নয়ন সাধিত হবে।

মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

তিনি বলেন, কেবল মাত্র বাজেট জাতীয় সংসদে পাশ হলো।

বাজেট নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। আমরা বলেছি প্রস্তাব আকারে দেওয়া বাজেট প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের পর যখন পাশ হবে, তখনি এই বাজেট হবে শ্রেষ্ঠ বাজেট। জনবান্ধব, ব্যবসা বান্ধব সরকার সব দিক বিবেচনা করে অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য এই বাজেট পাশ করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে আমরা আজ পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছি। কোন কোন  ক্ষেত্রে আমরা ভারত থেকেও এগিয়ে রয়েছি।

শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচনের আগে রূপকল্প ২০২১ ঘোষণা করেছিলেন। যার আলোকে আজ আমরা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছি।

তিনি বলেন, ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছি। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অর্থা‍ৎ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ হবে ডিজিটাল মধ্যম আয়ের দেশ। ২০২০ সাল জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এই দুটি বছর সামনে নিয়ে আমরা আজকে এগিয়ে চলেছি।

তোফায়েল আহমেদ বলেন, আজকে যাদের সম্মাননা দেওয়া হয়েছে প্রত্যেকেই যার যার ক্ষেত্রে অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধেয় ব্যক্তি। সম্মাননা প্রাপ্তদের নাম নির্বাচনে গঠিত জুরি বোর্ডের প্রধান আসাদুজ্জামান নূরকে ধন্যবাদ।

অনুষ্ঠানে ১১টি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৭ জন গুণী  ব্যক্তি, ৩টি প্রতিষ্ঠান ও ১টি গ্রামকে ‘মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা ২০১৭’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক, স্বর্ণ পদক ও দুইলাখ টাকার চেক তুলে দেন তোফায়েল আহমেদ, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান শহীদুল আহসানসহ অন্যান্য অতিথিরা। মার্কেন্টাইল ব্যাংক ২০০২ সাল থেকে এই সম্মাননা দিয়ে আসছে।

এ বছর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় মফিদুল হক; বাংলা ভাষা ও সাহিত্যে কবি আসাদ চৌধুরী; সংস্কৃতিতে ছায়ানট; শিক্ষায় ড.সৈয়দ আনোয়ার হোসেন; চিকিৎসায় ডা. সামন্ত লাল সেন; সাংবাদিকতায় ইকবাল সোবহান চৌধুরী; অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য; শিল্প ও বাণিজ্যে সালাউদ্দিন আলমগীর (সিআইপি); বিজ্ঞান ও প্রযু্ক্তিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন; সমাজ বিনির্মাণে সূচনা ফাউন্ডেশন ও ক্রীড়ায় (ফুটবল) কলসিন্দুর গ্রামকে এই সম্মাননা দেওয়া হয়।

এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যাংকের পরিচালক- আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম, মোরশেদ আলম এমপি ও আলহাজ্ব মোশাররফ হোসেন, ব্যাংকের উদ্যোক্তা, শেয়ারহোল্ডার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।