মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী
ঢাকা: প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শনিবার (৮ জুলাই)।
এ উপলক্ষে সেদিন প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয় ও বিভিন্ন কারখানাসমূহে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালের ১০ নভেম্বর নাটোর জেলায় জন্মগ্রহণ করেন।
সেনাবাহিনীর এ চৌকস কর্মকর্তা ১৯৮১ সালে অবসর গ্রহণ করেন এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) প্রতিষ্ঠার মাধ্যমে প্রাণ-আরএফএল গ্রুপের যাত্রা শুরু করেন। তার গড়া প্রাণ-আরএফএল গ্রুপ বর্তমানে দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও প্লাস্টিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এ গ্রুপে বর্তমানে সরাসরি কর্মরত রয়েছে প্রায় ৯৪ হাজার কর্মকর্তা-কর্মচারী। বিশ্বের ১৩৪টি দেশে নিয়মিত রফতানি হচ্ছে প্রাণ-আরএফএল’র পণ্য।
২০১৫ সালের ৮ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের ব্যবসায় খাতের অন্যতম দিকপাল আমজাদ খান চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
ওএইচ/এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।