সোমবার (১০ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের (এসবিএফ) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরাম’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, ‘বিশ্বে রেমিটেন্সের মাধ্যমে উপার্জন করে এমন দশটি অন্যতম দেশের মধ্যে বাংলাদেশ একটি।
বাংলাদেশ সিঙ্গাপুরের ভালো বন্ধু রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, ‘বাণিজ্যিক চুক্তির হিসেব অনুযায়ী বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের সম্পর্ক সেই ১৯৭২ সাল থেকে। তাই বর্তমান সময়ে সিঙ্গাপুর ও বাংলাদেশ ভালো বন্ধু রাষ্ট্রে পরিণত হয়েছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই যত্নশীল। তারই ধারাবাহিকতায় খুব শিগগিরই আমরা সিঙ্গাপুরের সঙ্গে নতুন করে ট্যুরিজম চুক্তিতে যাবো। ’
এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফের সভাপতিত্বে আনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এসবিএফ’র চেয়ারম্যান এস এস টিও, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, এসবিএফ’র ভাইস চেয়ারম্যান ড. আর টেভেনড্রান ও বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস চেম্বার (বিডিচ্যাম) সভাপতি মির্জা গোলাম সবুর।
এ সময় এসবিএফ ও বিআইডিএ, এসবিএফ ও এফবিসিসিআই এবং বিডিচ্যাম ও এফবিসিসিআই’র মধ্যে ব্যাবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এমএএম/জিপি