ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং খাতের সংকট নিরসনে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ব্যাংকিং খাতের সংকট নিরসনে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা বক্তব্য রাখছেন সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য/ছবি: সুমন-বাংলানিউজ

ঢাকা: রাজনৈতিক সদিচ্ছার অভাবে ব্যাংকিং সেক্টরের সমস্যা সমাধান হচ্ছে না বলে জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।  

সোমবার (১০ জুলাই) দুপুরে মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত জাতীয় বাজেট ২০১৭-১৮ অনুমোদন পরবর্তী পর্যবেক্ষণ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রথম পর্যায়ের ব্যাংক থেকে শুরু করে নতুন প্রজন্মের ব্যাংক- সবক্ষেত্রে এখন অনিয়ম।

ব্যাংকিং সেক্টরের দুর্নীতি প্রতিরোধে সংস্কার কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে। কিন্তু সেটা এখনও করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের তদারকির গাফিলতি, অর্থমন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের উদাসীনতা এবং সর্বোপরি ব্যাংকিং সেক্টরের সমস্যা সমাধানে রাজনৈতিক যে সদিচ্ছা প্রয়োজন সেটা দেখা যাচ্ছে না।

পদ্মাসেতু ছাড়া বড় ধরনের কোনো প্রকল্পের অগ্রগতি নেই মন্তব্য করে তিনি বলেন, একমাত্র পদ্মাসেতু ছাড়া বড় ধরনের কোনো প্রকল্পের অগ্রগতি নেই। এজন্য যেকোনো প্রকল্পে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে হবে। চাইলেই যেকোনো প্রকল্পে বরাদ্দ দেওয়া যাবে না। এমনকি ৪২টি প্রকল্পে নামমাত্র ১ কোটি টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলোর কোনো প্রয়োজন নেই।

তিনটি কারণে ভ্যাট আইন বাস্তবায়ন হয়নি জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এনবিআরের টেকনিক্যাল প্রস্তুতি, রাজনৈতিক ঐক্যমত বা সহমত সৃষ্টি না করা, সামাজিক তা‍ৎপর্য অনুধাবন না করতে পারায় ভ্যাট আইন বাস্তবায়ন হয়নি। আইনটি বাস্তবায়ন না হওয়ায় অনেক ক্ষতির সম্মুখীন হবে এনবিআর। ভ্যাটের ক্ষেত্রে বিপদে পড়তে হবে। বর্তমানে এনবিআরের ১৯ শতাংশ প্রবৃদ্ধির হার ধরে রাখলে ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আদায়ে ঘাটতি হবে ৪৩ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, জাতীয় সঞ্চয়পত্র থেকে আরও কম সুদে ঋণ নেওয়ার চিন্তা-ভাবনা করতে হবে। কেননা সরকার যেভাবে ঋণ নিয়ে দায়ের ভার সৃষ্টি করছে এটা মধ্যম মেয়াদে টেকসই হবে না। ইতোমধ্যে রাজস্ব ব্যয়ের বড় একটি অংশ খেয়ে ফেলছে। সেহেতু আমাদের কম সুদে অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ, অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন, খন্দকার গোলাম মোয়াজ্জেম ও গবেষক তৌফিকুল ইসলাম খান।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এসজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।