দেশের আট বিভাগের আট জেলার ১৬ উপজেলা পরিষদ ও ২৪০ ইউপিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগ। তিনটি দাতা সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), ডানিডা ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে অনুদান হিসেবে সম্পূর্ণ অর্থায়ন করবে।
৫ বছর মেয়াদী এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৬ কোটি ২৪ লাখ টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসেবে)।
মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর শেরে বাংলানগরের পরিকল্পনা কমিশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপি’র মধ্যে এ প্রকল্প সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব শামীমা নার্গিস, দাতা সংস্থাগুলোর পক্ষে বাংলাদেশে ইউএনডিপি’র ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর কিওকো ইউকোসুকুসই এবং স্থানীয় সরকার বিভাগের পক্ষে অতিরিক্ত সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী স্বাক্ষর করেন।
এ সময় দাতা সংস্থার প্রতিনিধি ও ইআরডি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শামীমা নার্গিস বলেন, সফলভাবে বাস্তবায়িত প্রকল্প দু’টির ইতিবাচক দিক ও মূল্যায়ন প্রতিবেদন বিবেচনায় নিয়ে নতুন প্রকল্পটি নেওয়া হয়েছে। অর্থায়নের বিষয়টি চূড়ান্ত হয়ে গেলো। এখন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেলেই কাজ শুরু করা যাবে।
ইউএনডিপি’র ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর কিওকো ইউকোসুকা বলেন, ‘ক্ষমতার বিকেন্দ্রীকরণ কার্যকরভাবে করতে হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকারের ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনাতেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়নের কথা বলা হয়েছে। আশা করি, নতুন প্রকল্পটি এ লক্ষ্য পূরণে সহায়ক হবে এবং স্থানীয় সরকারের বিভিন্ন সেবা খুব সহজেই জনগণের কাছে পৌঁছানো যাবে’।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন পরিকল্পনা ও বাজেট ব্যবস্থা অধিকতর শক্তিশালী করা, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অধিকতর সেবামুখী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলাই এ নতুন প্রকল্পের লক্ষ্য। এছাড়া প্রকল্পের আওতায় নীতি সহায়তা প্রদানের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের কার্যক্রমকে যুগোপযোগী করা হবে।
ইইউ, এসডিসি, ডানিডা, ইউএনডিপি এবং ইউএনসিডিএফ’র আর্থিক সহায়তায় সদ্য শেষ হওয়া দু’টি স্থানীয় সরকার বিষয়ক প্রকল্পের ধারাবাহিকতায় এ নতুন প্রকল্প চালু হচ্ছে। আগের দু’টি প্রকল্পও বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার বিভাগ।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এমআইএস/এএসআর