সুইজারল্যান্ডের জেনেভা সফররত বাণিজ্যমন্ত্রী ‘এইড ফর ট্রেড গ্লোবাল রিভিউ-২০১৭’ সম্মেলনের ‘এইড ফর ট্রেড ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক: প্রোমোটিং কানেকটিভিটি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক রাউন্ড টেবিল সেশনের বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ডিজিটাল মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপ অনেক এগিয়ে নিয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে পাঁচ হাজারের বেশি ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামের মানুষ ডিজিটাল সুবিধা ভোগ করছে ও ই-কমার্সের জনপ্রিয়তা বাড়ছে। ইতোমধ্যে পাঁচশোর বেশি কোম্পানি অনলাইনে বাণিজ্য পরিচালনা করছে। সরকার তথ্যপ্রযুক্তিকে অন্যতম রপ্তানি খাত হিসেবে চিহ্নিত করেছে। এ সেক্টরে রপ্তানি দিন দিন বাড়ছে। ২০২১ সালের মধ্যে এ খাতে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করে যাচ্ছে সরকার।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করার কাজ সফলভাবে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন কাজের টেন্ডারের ৮০ শতাংশ এখন অনলাইন টেন্ডার পদ্ধতিতে হচ্ছে। পেপার লেস অফিস ব্যবস্থাপনার কাজ এগিয়ে যাচ্ছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বেশকিছু প্রতিবন্ধকতা রয়েছে। এ প্রতিবন্ধকতা দূর করতে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে বর্ডার ট্যারিফ, লজিস্টিকস, কাস্টমার সিকিউরিটি, সাইবার নিরাপত্তা, ট্যাক্স, ইন্টারনেট প্ল্যাটফর্ম ইত্যাদি বিষয়ে বিভিন্ন দেশের মধ্যে ভিন্নতা রয়েছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট বামবাং সুসানতনোর সঞ্চালনায় এ রাউন্ড টেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কিরগিস্তানের মিনিস্টার অব ইকোনমি আর্জিবেক কোঝোশিভ, সামোয়ার বাণিজ্য, শিল্প ও শ্রম বিষয়ক অ্যাসোসিয়েট মিনিস্টার টুইফা আসিসিনা মিসা লিসাটি লিলিইসিইয়াও পেলিমেনি ও বিশ্ব বাণিজ্য সংস্থার স্থায়ী প্রতিনিধি মিজ টান ই ওয়ান।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
আরএম/এএ