শনিবার (২২ জুলাই) দিনব্যাপী সম্মেলন ও শিক্ষামেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রাজশাহীর মুনলাইট কনভেনশন সেন্টারে এ মেলার আয়োজন করা হয়।
সকালে মেলার উদ্বোধন করেন বিএসইসির কমিশনার প্রফেসর হেলাল উদ্দিন নিজামী।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার পরিচালক রেজাউল করিম।
সম্মেলনে স্থায়ী বিনিয়োগকারী এবং উদ্যোক্তা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষামেলায় ১০টি স্টল স্থান পায়।
সম্মেলনের দুটি সেশনে স্থানীয় বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের বিনিয়োগ, পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলনের পদ্ধতি, উত্তেলিত পুঁজি শিল্পোন্নয়নে ব্যবহারসহ প্রাসঙ্গিক নানা ধারণা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এসএস/বিএস