ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হাওড় এলাকার উন্নয়নে নীতিমালার দাবি এফবিসিসিআই’র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
হাওড় এলাকার উন্নয়নে নীতিমালার দাবি এফবিসিসিআই’র এফবিসিসিআই এর আলোচনায় সভায় অংশগ্রহণকারীরা

ঢাকা: হাওড় এলাকার অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ও সমন্বিত নীতিমালা গ্রহণের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।

শনিবার (২৯ জুলাই) এফবিসিসিআই এর আয়োজনে ‘হাওড় এলাকাগুলোর অর্থনৈতিক উন্নয়নে নীতিমালা প্রণয়ন’ শীর্ষক আলোচনায় এই দাবিসহ বেশ কিছু মতামত তুলে ধরা হয়।

এফবিসিসিআই সভাপতি মো.শফিউল ইসলামের (মহিউদ্দিন) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম  আশরাফ ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

এতে বলা হয়, হাওড় অঞ্চলে জলমহলগুলোর ইজারা প্রথা বাতিল এবং মৎস্য চাষ ও কৃষির বহুমুখী ব্যবহার, ভাসমান স্কুল প্রতিষ্ঠা এবং পর্যটন খাত সম্প্রসারণে সরকারের কার্যকর নীতিমালা গ্রহণ ও নিবিড় পর্যালোচনা বিশেষ গুরুত্বপূর্ণ।

ফ্রেডরিখ নুউম্যান  ফাউন্ডেশনের (এফএনএফ) সহায়তায় এফবিসিসিআই এ অনুষ্ঠানের আয়োজন করে।  অনুষ্ঠানে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম এবং এফএনএফের কান্ট্রি ডিরেক্টর ড. নাজমুল হোসেনসহ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এসএমই ফাউন্ডেশন, কৃষি সম্প্রসারণ বিভাগ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, পশু সম্পদ বিভাগ,মৎস্য অধিদপ্তর, কৃষি ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি বলেন,বাংলাদেশের ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধির পেছনে কৃষিখাত  অসামান্য ভূমিকা পালন করে যাচ্ছে।  আর এক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর আন্তরিক অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন।  উপস্থাপনায় হাওড় অঞ্চলগুলোতে কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তিনি হাওড় এলাকার উৎপাদনশীলতা এবং বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।