ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় প্রাইম ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, জুলাই ২৯, ২০১৭
বগুড়ায় প্রাইম ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন বগুড়ায় প্রাইম ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন

বগুড়া: প্রাইম ব্যাংক রাজশাহী অঞ্চলের  সব শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায়িক অগ্রগতি সংক্রান্ত সম্মেলন বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বড়গোলাস্থ প্রাইম ব্যাংক বগুড়া শাখায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল পর্যন্ত এ সম্মেলন চলে।

 
 
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্রাঞ্চেস নেটওয়ার্ক ডিভিশনের প্রধান এসইভিপি এজাজ হোসাইন।  
 
তিনি উপস্থিত শাখা প্রধানদের উদ্দেশে  বলেন, গ্রাহক সেবার মান আরো উন্নতি করতে হবে। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে হবে। শুধু মুনাফা অর্জন একমাত্র লক্ষ্য নয় বরং গ্রাহক সেবা সর্বস্তরে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য হতে হবে।
 
সম্মেলনে রাজশাহী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এ কে এম এনামুল হক, ব্রাঞ্চেস নেটওয়ার্ক ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু সায়েম, ফাস্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আতিকুর রশীদসহ বগুড়া শাখাসহ রাজশাহী অঞ্চলের সব শাখা প্রধানরা উপস্থিত ছিলেন ।
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এমবিএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।