ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ইয়ং লায়ন্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
বাংলাদেশ ইয়ং লায়ন্স প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ ইয়ং লায়ন্স কম্পিটিশন

ঢাকা: ‘সবচাইতে সৃজনশীল তরুণ পেশাদারদের খোঁজে’- এ স্লোগানকে প্রতিপাদ্য করে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো ‘বাংলাদেশ ইয়ং লায়ন্স কম্পিটিশন’।

বিশ্বখ্যাত কানস লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব ক্রিয়েটিভিটি-এর সহযোগিতায় সম্প্রতি ডেইলি স্টার সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার।  
প্রতিযোগিতায় অংশ নেয় দেশসেরা ১৮টি অ্যাডভার্টাজিং এজেন্সির ২৭টি দল।

এ বছর প্রতিযোগীতার ইন্টিগ্রেটেড ক্যাম্পেইন ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পেয়ে বিজয়ী হয় গ্রে-অ্যাডভার্টাইজিং বাংলাদেশের টিম আইএফ। বিজয়ী দলের সদস্য দু’জন হলেন ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের সিনিয়র ভিজুয়ালাইজার ফারাহ্ ইয়াসমিন ও গ্রে-মার্কেটিং সার্ভিসের এক্সিকিউটিভ মাইশা বিনতে সিদ্দিকী।

প্রতিযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের শব্দ দূষণ রোধে ‘হিউম্যান! সেইভ দ্যা ইয়ার টু হিয়ার হু ইউ আর’ অর্থাৎ  ‘হে মানুষ! তুমি কে জানতে ভুলনা কানের যত্ন নিতে’ স্লোগান নিয়ে তারা একটি শক্তিশালী ও যুগোপযোগী ক্যাম্পেইন পরিকল্পনা করে।

আগামী ২৭-২৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর-এ অনুষ্ঠিতব্য স্পাইকস এশিয়া ফেস্টিভাল অব ক্রিয়েটিভিটি’ ২০১৭ এর চূড়ান্তপর্বে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এতে আরও অংশ নেবে পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত বিশ্বসেরা অনূর্ধ্ব ৩০-দের ক্রিয়েটিভ দল।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
জিওয়াই/এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।