পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার (৩১ জুলাই) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশের পররাষ্ট্রসচিব ও ভিয়েতনামের ভাইস মিনিস্টার বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ ও ভিয়েতনাম দুই দেশের পারস্পরিক স্বার্থে সব ধরনের বাণিজ্য বাধা অপসারণ করে আসন্ন বৈঠকে দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্য বাড়ানোর কৌশল প্রণয়ন করবে।
বর্তমানে দুই দেশের মধ্যকার বর্তমান বাণিজ্যের পরিমাণ হাজার মিলিয়ন মার্কিন ডলারেরও কম।
যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠান, বাজার সম্পর্কিত তথ্য এবং সংস্কৃতি বিষয়ক পর্যটন বিনিময়, আন্তঃদেশীয় অপরাধ ও অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে এক সাথে কাজ করতে দুই দেশ আলোচনা করবে।
বাংলাদেশ আসিয়ান অর্থনৈতিক করিডোরের সাথে যুক্ত হতে গভীরভাবে আগ্রহী। এ ক্ষেত্রে ভিয়েতনামের সমর্থন চাইবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ৩১,২০১৭
কেজেড/এমজেএফ