এ সময় বাংলাদেশ-সুইডেনের মধ্যে দ্বি-পক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরত্বারোপ করেছেন এফবিসিসিআই নেতারা।
বুধবার (৯ আগস্ট) সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও এফবিসিসিআই নেতাদের সঙ্গে সাক্ষাতের পর ব্যবসায়ী নেতারা এসব কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, এফবিসিসিআই পরিচালক মুনতাকিম আশরাফ টিটু ও এফবিসিসিআই মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ।
আলোচনায় রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন, তার মেয়াদকালে তিনি বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।
এ সময় রাষ্ট্রদূত এফবিসিসিআই নেতাদের সুইডেন সফরের আমন্ত্রণও জানান।
২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ৪৮১ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য সুইডেনে রপ্তানি করে এবং সুইডেন থেকে ৭৫ দশমিক ২৩ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।
সুইডেনে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হলো- নিটওয়্যার, ওভেন গামেন্টস, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য ও পাদুকা সামগ্রী। আর সুইডেন থেকে মূলত যন্ত্রপাতি, উড-পাল্প এবং পরিবহণ সামগ্রী আমদানি করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
জিপি/