বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে যৌথ বাণিজ্য কমিশনের (জেটিসি) দু’দিনব্যাপী বৈঠক শেষে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে এ কথা জানিয়েছেন তারা।
বুধবার (০৯ আগস্ট) শুরু হওয়া জেটিসি বৈঠক বৃহস্পতিবার বিকেলে শেষ হয়।
এমওইউ অনুযায়ী, প্রতিবছর ১০ লাখ মেট্রিক টন পর্যন্ত চাল আমদানি করতে পারবে বাংলাদেশ।
হোটেল সোনারগাঁওয়ে বৈঠক শেষে সেখানেই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সফররত থাই বাণিজ্যমন্ত্রী আপিরাদি তানট্রাপর্ন উপস্থিত ছিলেন।
তোফায়েল আহমেদ বলেন, ২০২১ সালের মধ্যে থাইল্যান্ডের সঙ্গে দুই বিলিয়ন ডলারের বাণিজ্য করতে চায় বাংলাদেশ। এ জন্য যা যা করা দরকার দুই দেশের পক্ষ থেকে তা করা হবে বলে আমরা সম্মত হয়েছি।
এ বিষয়ে থাইল্যান্ডের সঙ্গে এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) করা হবে জানিয়ে তিনি বলেন, এফটিএ না হওয়া পর্যন্ত পাটসহ ৩৬ টি পণ্যের থাইল্যান্ডে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে হবে।
**বাণিজ্য ঘাটতি কমাতে থাই মন্ত্রীকে তোফায়েলের আহ্বান
এ সময় থাই বাণিজ্যমন্ত্রী আপিরাদি তানট্রাপর্ন বলেন, বাংলাদেশের সঙ্গে এমওইউ করতে পেরে আমরা খুশি। ২০২১ সাল পর্যন্ত তারা যে লক্ষ্যমাত্রা নিয়েছে তার সঙ্গী হতে পেরে আমরা বেশ আনন্দিত।
তিনি বলেন, ভারত আসিয়ান সদস্য হিসেবে নানা সুবিধা পায়, তবে ভৌগলিকভাবে কাছের দেশ হিসেবে বাংলাদেশও যাতে সেসব সুবিধা পায় সে বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে দুই দেশ কৃষি ও মৎস্য খাত উন্নয়নে সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
কেজেড/এমএ/