ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন এবং সরবরাহ বেশি হওয়ায় ইলিশের দামে কিছুটা ভাটা পড়েছে।
শুক্রবার (১১ আগস্ট) সকালে যাত্রাবাড়ী মৎস্য আড়তে ব্যবসায়ীরা এসব তথ্য জানান।
সরেজমিনে দেখা যায়, পাইকারি এ মাছের বাজারে ৩ থেকে ৪ কেজি ওজনের রুই মাছের দাম ৩৫০ থেকে ৪৫০ টাকা। ছোট রুই ২২০ থেকে ৩২০ টাকা। ৬ থেকে ৭ কেজি ওজনের কাতলা মাছ ৪০০ টাকা এবং ৩ থেকে ৪ কেজি ওজনে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেড় কেজি ওজনের নলা মাছ ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছেন পাইকারি ব্যবসায়ীরা।
এদিকে জাটকা ইলিশ প্রতি ৫ কেজিতে ৫৫০ থেকে ৭০০ টাকা। কেজি প্রতি ১৫০ থেকে ২০০ টাকা, প্রতি ৪টি মাছ ৪০০ থেকে ৫০০ টাকা, ৭০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি চার পিস ৩০০০ থেকে ৩৫০০ টাকা।
এছাড়া বড় পেটুক মাছ ২০০ টাকা, তেলাপিয়া ১৩০ থেকে ১৪০ টাকা, শিং মাছ ৩৮০ টাকা, ছোট বোয়াল ২০০ থেকে ২২০ টাকা, কাইক্যা ৮০ টাকা, মেনি ১৫০ থেকে ৩৫০ টাকা, তারা বাইন ৩০০, টাকি ২২০ টাকা, কই মাছ ১০০ থেকে ১১০ টাকা, পাবদা ৪০০ টাকা।
গুড়া চিংড়ি ৩০০ টাকা, গলদা চিংড়ি ৫২০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রুই মাছ বিক্রেতা মোহাম্মদ মাসুম বাংলানিউজকে বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মাছের দাম একটু বেশি। তবে গতকাল রুই কাতলা মাছের দাম ১০ থেকে ২৫ টাকা কম ছিল।
ডেমরা চনপাড়া থেকে ইলিশ কিনতে এসেছেন খুচরা ব্যবসায়ী রুহুল আমিন হোসেন রয়েল। তিনি ১২০ কেজি ইলিশ কিনেছেন ১২০ টাকা দরে। বাজার দর কেমন জানতে চাইলে তিনি বলেন, আজ ইলিশের দাম কম। রাস্তায় জ্যামের কারণে মাছ সময়মত বাজারে আসছে না। এতে মাছ নষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে কিছুটা কম দামে মাছ বিক্রি করছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এএম/জেডএম