কাঁচা বাজারে বৃষ্টিতে নাকাল ক্রেতা-বিক্রেতা-ছবি: জিএম মুজিবুর
ঢাকা: বৃষ্টির কারণে শুক্রবার ছুটির সকালে কাঁচা বাজারে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। মিরপুর ১ নং কাঁচা বাজারে দেখা যায়, ব্যবসায়ীরা কাঁচা সবজি রেখে ছোটাছুটি করছেন।
সাধারণত সকালে কাঁচা সবজি বিক্রি হয় বেশি, ঠিক সেই সময় বৃষ্টি হওয়ায় ব্যাপারিরা হাত গুটিয়ে বসে আছেন দোকানের নিচে। কেউবা আশ্রয় নিয়েছেন পলিথিনের নিচে।
আবার যারা সকালে বাজার সদাই করতে বের হয়েছেন তাদের ভোগান্তিও কম নয়। মিরপুর ১০ নম্বর থেকে খুচরা বিক্রেতা আব্দুল মান্নান এসেছেন মিরপুর ১ কাঁচা বাজারে। শাহ আলী মার্কেটের দোকানের নিচে কথা হয় তার সঙ্গে।
তিনি বলেন, শাক কিনছি। আরো মাল কিনতে হবে। বৃষ্টির কারণে কিনতেও পারছি না, যেতেও পারছি না। আজ শুক্রবারের বাজার ৯ টার মধ্যে যেতে না পারলে ব্যবসা হবে না। আব্দুল মান্নানের মত শত শত ক্রেতা বিক্রেতার একই কষ্ট।
বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসএম/জেডএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।