শুক্রবার (১১ আগস্ট) রাত সোয়া ৯টায় এ চাল খালাস শুরু হয়। দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুব্রি অ্যাগ্রো এনার্জি, লোকাল এজেন্ট ও খাদ্য বিভাগ যৌথভাবে এ চাল খালাসের কাজ করছে।
এর আগে, বুধবার (০৯ আগস্ট) ৪ হাজার ৭শ’ মেট্রিক টন চাল নিয়ে বিদেশি জাহাজ ‘এমভি ডং আন কুইন’ বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় এসে নোঙর করে।
মংলা উপজেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, প্রায় আট বছর পর এ বন্দরে চাল বোঝাই বিদেশি জাহাজ পৌঁছায়। চালের মান পরীক্ষা করে খালাসের অনুমতি দিয়েছে খাদ্য বিভাগ।
সম্প্রতি ভিয়েতনাম থেকে ২ লাখ ৫০ হাজার ও ভারত থেকে ৫০ হাজার মেট্টিক টন চাল আমদানির চুক্তি করে সরকার। এর মধ্যে ভারতীয় চালের ৪ হাজার ৭শ’ মেট্রিক টন চাল নিয়ে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় এসে পৌঁছায় ভিয়েতনামের পতাকাবাহী জাহাজটি। জাহাজটিতে ৫০ কেজি করে প্রায় ৯৪ হাজার ২০টি পলিব্যাগ রয়েছে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
টিএ/এনটি/এসএইচ