হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় সন্তুরের সাবান দেশের বাজারে আনলো উইপ্রো কনজ্যুমারস কেয়ার অ্যান্ড লাইটিং কোম্পানির এফএমসিজি ও লাইটিং ডিভিশন উইপ্রো লিমিটেড (ডব্লিউসিসিএলজি)।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যান্ডের এ প্রসাধনী পণ্যটি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উইপ্রো কনজ্যুমারস কেয়ারের হেড অব সার্ক প্রিয়দর্শী রঞ্জন বলেন, ‘আমরা সন্তুরের প্রকৃত ফর্মুলা বজায় রেখেছি। নতুন সন্তুরের সঙ্গে আমরা বাংলাদেশের বাজারে আমাদের কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে চাই এবং বাংলাদেশে ভোক্তাদের কাছে আমাদের সাবানকে আকর্ষণীয় পণ্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তাই ব্র্যান্ডের প্রিমিয়াম মান যুক্ত করার জন্য নতুন সুবাস, উন্নত ফর্মুলা এবং উন্নত প্যাকেজিং দ্বারা নতুনভাবে পণ্যটি উন্মোচন করতে যাচ্ছি। ’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মর্যাদাপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই ক্ষুদ্র অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান থাকায় এদেশে ডব্লিউসিসিএলজি’র একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের দৃষ্টিভঙ্গি রয়েছে। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে ডব্লিউসিসিএলজি একটি স্থানীয় শাখা অফিস স্থাপন করেছে এবং সন্তুর সাবান উৎপাদন ও বাজারজাতের জন্য স্থানীয় অংশীদার ‘হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’র সঙ্গে কাজ করছে। ’
হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদম হক বলেন, উইপ্রো কনজ্যুমারস কেয়ারের সঙ্গে এই সহযোগিতামূলক অংশীদারিত্বের ব্যাপারে আমি অত্যন্ত আনন্দিত। উইপ্রো ভারতে বড় বড় এফএমসিজি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি এবং বাংলাদেশে ব্যবসা বিস্তৃতি করতে আগ্রহী।
তিনি বলেন, দেশে সন্তুর সাবান উৎপাদন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত পুরো কার্যক্রমে সহযোগিতা করবে হক গ্রুপ অব ইন্ডইস্ট্রিজ।
তিনি আরও বলেন, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারের ব্যবসায়িক অংশীদারিত্বের মাধ্যমে ইতোমধ্যে বাজারজাত হচ্ছে এটি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে যাত্রা শুরু করলো সন্তুর।
গ্রাহকদের সঠিক মূল্য প্রদানের ওপর লক্ষ্য রেখে সারা দেশে সন্তুর ব্র্যান্ডের সাফল্যের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তার কথায় ‘সন্তুর’ হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম সাবান ব্র্যান্ড যা দক্ষিণ ভারতের মধ্যে সবচেয়ে বেশি বিক্রিত পণ্য।
বাংলাদেশ সময়: ০৬৫০, ২৭ আগস্ট, ২০১৭
এমআরএম/এসআরএস