বোববার (২৭ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দেহাইমি এই সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী সংবাদিকদের বলেন, কাতারের ওপর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের চাপানো অবরোধ ও ভুল বোঝাবুঝিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আমি রাষ্ট্রদূতকে বলেছি বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ভোটাভুটিতে দুবাইয়ের ভেন্যু নির্বাচিত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ কোনো ভূমিকা নেবে না। বাংলাদেশ চায় সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেক্ষেত্রে সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাতও কাতারের মতো বাংলাদেশের বন্ধু।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
আরএম/ওএইচ/