ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসডিজি বাস্তবায়নে বিদেশিদের সহায়তার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসডিজি বাস্তবায়নে বিদেশিদের সহায়তার আহ্বান সেমিনারে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ; ছবি- শাকিল

ঢাকা: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বিদেশিদের সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ইআরডি আয়োজিত গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেক্টিভ ডেভলপমেন্ট কো-অপারেশনের (জিপিইডিসি) স্টিয়ারিং কমিটির দুই দিনব্যাপী ১৪তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সভায় ১৬২টি দেশ ও ৫৬টি উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা নির্ধারিত সময়ের (২০৩০ সাল) মধ্যেই এসডিজি বাস্তবায়ন করতে চাই। এ জন্য বিপুল অঙ্কের টাকা প্রয়োজন। কিন্তু আমাদের এত টাকা নেই। তাই এসডিজি বাস্তবায়নে বিভিন্ন দাতা সংস্থার পাশাপাশি বিদেশি দেশগুলোকে আর্থিক সহযোগিতা প্রদানের আহ্বান জানান তিনি।

এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম, অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদসহ স্টিয়ারিং কমিটির সদস্য বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভাল করায় বাংলাদেশ বিশ্বে প্রশংসিত হয়েছে। প্রবল ইচ্ছাশক্তির কারণেই বাংলাদেশের পক্ষে তা সম্ভব হয়েছে। উন্নয়নশীল দেশগুলোকে কেবল বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের দেশের সম্পদের ব্যবহারে উদ্যোগী হতে হবে।

উন্নয়নশীল দেশগুলোর উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, গতানুগতিকতার বাইরে এসে উদ্যোগী হতে হয়। নিজস্ব ইচ্ছাশক্তিকেও কাজে লাগাতে হবে।

সেমিনারটির আয়োজন করে গ্লোবাল পার্টনারশিপ ফোরাম। এতে অংশগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ পশ্চিমা দেশগুলোর দাতা সংস্থাগুলো।

মন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার আলোকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শ্রম অভিবাসন এবং জ্ঞান ও তথ্য বিনিময়ের সম্প্রসারণ এ দেশগুলোর জন্য বহুমুখী কল্যাণ বয়ে আনতে পারে। এ জন্য উন্নয়নশীল দেশগুলোকে আরও অধিক মাত্রায় তথ্য ও জ্ঞান বিনিময় করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।