ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে সাত দিনব্যাপী আয়কর মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
সিলেটে সাত দিনব্যাপী আয়কর মেলা শুরু সিলেটে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে সাত দিনব্যাপী আয়কর মেলার শুরু হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ১০টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, সিলেট মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার ফয়ছল মাহমুদ, অতিরিক্ত কাস্টমস কমিশনার মিয়াজুর রহমান, অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিপার আহমদ, মেট্টোপলিটন চেম্বারের প্রথম সহ সভাপতি হাসিন আহমদ, সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রমুখ।

সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার কাজল কুমার সিংহ বাংলানিউজকে বলেন, এবার আয়কর মেলায় ১৮টি স্টল বসানো হয়েছে।

এরমধ্যে রিটার্ন আদায়ে ৭টি বুথ, একটি করে সোনালী ও জনতা ব্যাংক বুথ ও কাস্টমস, সঞ্চয়ী হিসাব ও আয়কর আইনজীবী বুথ রয়েছে।

কর কমিশনার কর্নার ছাড়াও রয়েছে কন্ট্রোল রুম, অভ্যর্থনা ও তথ্য কেন্দ্র, দু'টি ইটিআইএন (ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর) রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন কেন্দ্র।

এছাড়া একটি মিডিয়া বুথ রয়েছে যেখানে বসে সাংবাদিকরা মেলার সংবাদ সংগ্রহ ও কাজ করতে পারবেন।

তিনি  আরো বলেন, এবার মেলায় নতুন আকর্ষণ সেলফি কর্নার। ‘আমি একজন গর্বিত করদাতা’ স্লোগানে সেলফি কর্নারে সেলফি তুলবেন আগতরা। সেই সঙ্গে মেলায় অভ্যর্থনা ডেস্কে থাকবে প্লেট ভর্তি চকলেট। সেবা গ্রহীতারা নিজের ইচ্ছামতো চকলেট নিতে পারবেন।

নভেম্বর পর্যন্ত মেলায় ২শ' কোটি টাকা লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে সিলেট কর অঞ্চল। এর মধ্যে মেলা থেকে ৪৭ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।