এর মাধ্যমে পরপর দু’বার বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এই সম্মান অর্জন করলো। এর আগে ২০১৫ সালের পেপারেক্স মেলায়ও প্রতিষ্ঠানটি এই শাখায় পুরস্কার লাভ করে।
নয়াদিল্লির প্রগতি ময়দানে গত ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বসে পেপারেক্স এর ১৩তম আসর। মেলায় পেপার, পাল্প ও এই সংশ্লিষ্ট বিশ্বের ২২টি দেশের শীর্ষস্থানীয় সব প্রতিষ্ঠানসহ প্রায় ৬০০ এর অধিক প্রদর্শনকারী অংশ নেয়।
এই বিশাল আয়োজনেই বসুন্ধরা পেপার মিলসকে ‘পেপারেক্স ২০১৭’ এর ‘বৃহত্তম প্রদর্শনকারী: আন্তর্জাতিক বিভাগ’ সম্মানে ভূষিত করা হয়।
বর্তমানে দেশের পেপার, টিস্যু ও হাইজিন পণ্যের সর্ববৃহৎ প্রস্তুতকারক বসুন্ধরা পেপার মিলস প্রতিষ্ঠালগ্ন থেকে দেশে সমাদৃত। পাশাপাশি বিদেশের মাটিতেও উজ্জ্বল করছে দেশের সুনাম।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এইচএ/