শুক্রবার (০১ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এফবিসিসিআই সভাপতি, প্রথম সহ-সভাপতি, সহ-সভাপতি, পরিচালক, জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশন এবং এফবিসিসিআই সচিবালয়ের কর্মকর্তারা এ শোক জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, সদ্য প্রয়াত আনিসুল হক ২০০৮-১০ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
‘এফবিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে এফবিসিসিআই এবং দেশের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনের উন্নয়নে আনিসুল হক ইতিবাচক অবদান রেখেছেন। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বিজিএমইএ-এর সভাপতি হিসেবেও উনার অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মারণ করছে এফবিসিসিআই। ’
মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এফবিসিসিআই নেতারা বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবেও রাজধানীর উন্নয়নে তার প্রগতিশীল কার্যক্রম ঢাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে আমরা বিশ্বাস করি।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমএ/