ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলার সময় বাড়লো ৪ দিন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বাণিজ্যমেলার সময় বাড়লো ৪ দিন 

ঢাকা: ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় চারদিন বাড়ানো হয়েছে। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তা ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আব্দুর রউফ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে তিনি জানান, মেলার সময় পাঁচদিন বাড়ানোর জন্য ব্যবসায়ীরা আবেদন করেছেন।

আমরা সে আবেদন বাণিজ্য মন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

গত ১ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হওয়ার নির্ধারিত সময় ছিলো ৩১ জানুয়ারি। সময় বাড়ানোর ফলে তা শেষ হবে ৪ ফেব্রুয়ারি (রোববার)।

এবারের বাণিজ্য মেলায় ছোট বড় মিলিয়ে সর্বমোট ৫৮৯টি স্টল ও প্যাভিলিয়ন দেখা যায়। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মোট প্যাভিলিয়ন ১১২টি। ৭৭টি মিনি প্যাভিলিয়ন ছাড়াও ছিলো ৪০০টি স্টল।  

মেলায় ১৭টি দেশের মোট ৪৩টি প্রতিষ্ঠানের স্টল বা প্যাভিলিয়ন রয়েছে। এছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে ২টি শিশু পার্ক, সুন্দরবনের আদলে একটি ইকো পার্ক।

বাণিজ্যমেলার সময় বৃদ্ধির আবেদন

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।