ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দশমিক ৫০ শতাংশ উৎসে কর চায় বিকেএমইএ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
দশমিক ৫০ শতাংশ উৎসে কর চায় বিকেএমইএ এনবিআর সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনা-ছবি-বাংলানিউজ

ঢাকা: রফতানি মূল্যের ওপর উৎসে কর না কেটে আগামী পাঁচ বছর উৎপাদিত মূল্যের (কাটিং অ্যান্ড মেকিং) ওপর দশমিক ৫০ শতাংশ উৎসে কর নির্ধারণসহ ২২টি প্রস্তাব করেছে নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ)।

মঙ্গলবার (২৪ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনায় এই প্রস্তাব তুলে ধরেন বিকেএমইএ’র প্রতিনিধি মো. হাতেম।

এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সভায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এনবিআরকে দেওয়া লিখিত প্রস্তাবনায় বলা হয়, শতভাগ রফতানিমুখী শিল্পের উদ্যোক্তাদের উৎসে কর দশমিক ৭ শতাংশের সঙ্গে সংযুক্ত সার চার্জ প্রত্যাহার, তৈরি পোশাক সংশ্লিষ্ট সব ধরনের খুচরা যন্ত্রাংশ শুল্কমুক্ত ও ভ্যাট আমদানির বিধান করা। এছাড়া এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপনের জন্য আমদানি করা রাসায়নিকের শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) শূন্য শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে।

রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের অডিট কার্যক্রম ২ বছর পর পর করা এবং অডিট সহায়ক প্রয়োজনীয় দলিলাদি দাখিলের সময়সীমা ৩ মাসের পরিবর্তে ৬ মাস করা, বিশেষ ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে অতিরিক্ত সময় গ্রহণের সুযোগের প্রস্তাব করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এমএফআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।