ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চকবাজারে ৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, মে ১৭, ২০১৮
চকবাজারে ৫ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযান, ছবি: বাংলানিউজ

ঢাকা: ভেজাল খাদ্য প্রস্তুত, বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখার দায়ে রাজধানীর চকবাজারে পাঁচটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ মে) বিকেলে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

তিনি জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রাখার দায়ে ‘সুমন ফুড প্রোডাক্টস’এর মালিককে ১ লাখ টাকা, ‘এম ট্রেডার্স’ এর মালিককে ১ লাখ টাকা এবং ‘সাইফ এভিডল ওয়েল’ এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রতিষ্ঠান তিনটিকে সিলগালা করা হয়।

একই অভিযানে দূষিত পানি রাখা ও বিক্রয়ের অপরাধে ‘এম এ ড্রিংকিং ওয়াটার’ এর মালিককে ১ লাখ টাকা এবং ভেজাল খাদ্য বিক্রয়ের অপরাধে ‘মেসার্স শরিফ ট্রেডার্স’ এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রমজান মাসকে কেন্দ্র করে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিএমপির এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মশিউর রহমান।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মে ১৭, ২০১৮
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।