ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীতে চলছে ‘ভেজালবিরোধী’ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, মে ২১, ২০১৮
রাজধানীতে চলছে ‘ভেজালবিরোধী’ অভিযান চলছে ভোজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে ‘ভেজালবিরোধী ও বাজার মনিটরিং' অভিযান চালাচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নিয়েছেন পুলিশসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম অজিয়র রহমান বাংলানিউজকে জানান, অভিযানে অবৈধ দোকান উচ্ছেদ, ভেজালপণ্য জব্দ, ধ্বংস ও বাজার মনিটরিং করা হবে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে মূল্য তালিকা ভোক্তার কাছে প্রদর্শন না করা, মূল্য তালিকা হালনাগাদ না করা এবং রাস্তা দখল করে ব্যবসা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী ২৫০টি অবৈধ স্থাপন উচ্ছেদ করা হয় ও নয়টি প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান চলবে বিকেল ৪টা পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ২১, ২০১৮/ আপডেট: ১৬০২
ইএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।