ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় ৬ষ্ঠ দিনে সাড়ে ১৫ কোটি টাকা আয়কর আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
খুলনায় ৬ষ্ঠ দিনে সাড়ে ১৫ কোটি টাকা আয়কর আদায় খুলনায় আয়কর মেলার ফটক

খুলনা: কর অঞ্চল খুলনার আয়কর মেলার ৬ষ্ঠ দিনে রোববার (১৬ নভেম্বর) ১৫ কোটি ৪৮ লাখ ২৪ হাজার ৩৭৩ টাকা আয়কর জমা পড়েছে।

এদিন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন ৬৭ হাজার ৩২৯ জন। রিটার্ন দাখিল করেছেন ৩৬ হাজার ৬৫১ জন।

রি-রেজিস্ট্রেশন গ্রহণ করেছেন ৮ জন ও নতুন টিআইএন গ্রহণ করেছেন ১ হাজার ২৫৫ জন।

খুলনা কর অঞ্চলের উপ-কর কমিশনার মো. হাসানুর রহমান সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান।  

এবছর কর অঞ্চল খুলনার আওতাধীন খুলনাসহ ১০ জেলার জেলা শহর যথাক্রমে- যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ১৪-১৭ নভেম্বর,  চুয়াডাঙ্গা, ১৬-১৯ নভেম্বর, নড়াইল এবং মাগুরা ১৫-১৮ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।