ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক-মীনাবাজারের মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, ফেব্রুয়ারি ১২, ২০১৯
ওয়ান ব্যাংক-মীনাবাজারের মধ্যে চুক্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেড এবং মীনাবাজারের মধ্যে জেমকন গ্রুপের প্রধান কার্যালয়ে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, ওকে ওয়ালেট গ্রাহকরা দেশব্যাপী মীনাবাজার এবং গরমেট বাজারের যেকোনো আউটলেট থেকে কেনাকাটা করলে ৩০ শতাংশ ক্যাশব্যাকসহ আকর্ষণীয় উপহার পাবেন।

ওয়ান ব্যাংকের গাজী ইয়ার মোহাম্মদ (ইভিপি এবং হেড অব ডিজিটাল অ্যান্ড ইনক্লুসিভ ফাইনান্সিয়াল সার্ভিসেস) এবং মীনাবাজারের শাহীন খান (চিফ এক্সিকিউটিভ অফিসার) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।