ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৬৫ বছর হলে কোনো পদে বহাল নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৭, মার্চ ২৮, ২০১৯
৬৫ বছর হলে কোনো পদে বহাল নয় ...

ঢাকা: আর্থিক প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তা-কর্মচারীর বয়স ৬৫ বছর হলে তিনি আর পদে বহাল থাকতে পারবেন না। তবে কর্তৃপক্ষ চাইলে পরামর্শক ও উপদেষ্টা পদে ৬৫ বছরের বেশি বয়সের কোনো ব্যক্তিকে নিয়োগ বা নিয়োজিত রাখতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, কোনো কর্মকর্তার বয়স ৬৫ বছর হলে তিনি আর কোনো পদে বহাল থাকতে পারবেন না।

তবে কর্তৃপক্ষ চাইলে উপদেষ্টা ও পরার্মশক পদে ৬৫ বছরের বেশি বয়সী কর্মকর্তাকে নিয়োগ দিতে অথবা বহাল রাখতে পারবে।

এছাড়াও নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের অবসর গ্রহণের বয়সসীমা নির্ধারণে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য বয়স ও  অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গতি রেখে অবসর গ্রহণের বয়স সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করবে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।